Khoborerchokh logo

রাজশাহীর বানেশ্বর বাজার থেকে ৯৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ,আটক ৪ 110 0

Khoborerchokh logo

রাজশাহীর বানেশ্বর বাজার থেকে ৯৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ,আটক ৪

ইমতিয়াজ মাশরুর রিজভী:
মঙ্গলবার১০মে ২০২২ইং বিকালে রাজশাহীর বানেশ্বর বাজারে চারটি গুদাম ও একটি ট্রাকে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ। এরমধ্যে সয়াবিন ও পাম তেল রয়েছে। এ ঘটনায় চার ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী সদর থানা পুলিশ।
পুলিশ জানায়,বানেশ্বরের 'সরকার অ্যান্ড সন্স'-এর মালিক বিকাশ সাহার গুদামে ১৫ হাজার ৯৬ লিটার (৭৪ ব্যারেল), এন্তাজ স্টোরের মালিক এন্তাজ হাজির গুদামে ২৮ হাজার ৯৬৮ লিটার (১৪২ ব্যারেল),মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের মালিক কৈলেন পালের গুদামে ২১ হাজার ১২ লিটার (১০৩ ব্যারেল),রিয়া স্টোরের মালিক রাজিব সাহার গুদামে ১৫ হাজার ৩০০ লিটার (৭৫ ব্যারেল) তেল জব্দ করা হয়েছে। এছাড়া একটি ট্রাক থেকে ১২ হাজার ২৪০ লিটার (৬০ ব্যারেল) ভোজ্যতেল জব্দ করা হয়।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন,এই চার ব্যবসায়ীর কেউই ডিলার না। অবৈধভাবে মজুদ করেছেন তারা। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাদের কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com