Khoborerchokh logo

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিদের মহাসড়ক অবরোধ 305 0

Khoborerchokh logo

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিদের মহাসড়ক অবরোধ

মো: কামাল উদ্দিন :
বুধবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বা্লাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়ার রুয়া ফ্যাশন নামের একটি গার্মেন্টস কারখানায় ভাঙচুর চালিয়েছে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোনলরত শ্রমিকরা।

খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ এসে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বের করে দিয়ে ছুটি ঘোষণা করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার নবম দিনের মতো বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকার রুয়া ফ্যাশন গার্মেন্টসে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এসময় মহাসড়কে অবরোধ তৈরি করে গার্মেন্টসে ভাঙচুর চালান শ্রমিকরা। পুলিশ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করলেও তারা নির্দেশনা না মেনে মহাসড়কে অবস্থান নেন। পরে বাসন থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা পাশেই গাজীপুর বাইপাস-মিরের বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। পুলিশ তাদের ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।


জিএমপি পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন,সকাল ৯টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় ভাঙচুর চালায় এবং মহাসড়কে অবস্থান নেয়। তাৎক্ষনিক খবর পেয়ে আমরা তাদের ধাওয়া দিলে মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com