রংপুরে নিউ সেনপাড়ার নিজ বাসা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার 240 0
রংপুরে নিউ সেনপাড়ার নিজ বাসা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রংপুর থেকে,শাহ্ রায়হান বারী :
রংপুরে নিজ বাসা থেকে মধ্যবয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) রাতে নগরীর নিউ সেনপাড়ার একটি বাড়ির দরজা ভেঙে মনোয়ারা সুলতানা ঝর্ণা (৫৫) নামে
ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হবার পর প্রায় ৩০ বছর ধরে ঝর্ণা ওই বাড়িতে
একাই বসবাস করে আসছিলেন। একই বাড়ির অন্য অংশে ভাড়াটিয়া একটি পরিবার থাকেন। তারা ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছেলেন। এক সপ্তাহ পর মঙ্গলবার সন্ধ্যায় ফিরে বাসার অপর অংশটির ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় পান। ভেতর থেকে পচা দুর্গন্ধ আসায় তাদের সন্দেহ হলে তারা পুলিশ ও নগরীর কেরানী পাড়ায় বসবাসকারী মনোয়ারা সুলতানার ভাই ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামকে খবর দেন।
পরে রাত পৌনে ৮টার দিকে রংপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) কামনাশীষের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে বাড়ির দরজা ভেঙে ঝর্ণার মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসআই কামনাশীষ জানান, ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে হার্ট বন্ধজনিত কারণে বা অন্য
কোনোভাবে তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য রাতেই মরদেহটি তার ভাইয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।