Khoborerchokh logo

জুম বাংলাদেশ স্কুল গাইবান্ধা শাখা পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব 231 0

Khoborerchokh logo

জুম বাংলাদেশ স্কুল গাইবান্ধা শাখা পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

তানিন আফরিন গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা পৌরসভার ২নং ওয়ার্ডে জুম বাংলাদেশ স্কুল গাইবান্ধা অবস্থিত, আজ ২ নভেম্বর সকাল ১১:১০ মিনিটে জুম বাংলাদেশ স্কুল গাইবান্ধা শাখা পরিদর্শন করেন , সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শিরীন সুলতানা আপা পরিদর্শন কালে জুম বাংলাদেশ স্কুল গাইবান্ধা শাখা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলার সমাজ সেবা অফিসার জনাব মোঃ নাসির উদ্দিন শাহ আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা শহর সমাজসেবা অফিসার , উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহাবুব হোসেন লিটন আরো উপস্থিত ছিলেন জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার প্রাধান পৃষ্ঠপোষক জনাব রাজিব সরকার ,, এর পর সচিব লাইব্রেরি, বিদ্যালয়ের পুরো বিদ্যালয় চত্তর পরিদর্শন, সহকারী শিক্ষকদের সাথে পরিচিতি এবং মত বিনিময় করেন। সচিব অত্র বিদ্যালয়ের সুন্দর্যতা দেখে মুগ্ধ হন, ছেলে মেয়েদের অল্প বয়সে বিবাহ দেয়া যাবেনা, সন্তানদের নিয়োমিত বিদ্যালয়ে পাঠাতে হবে যাতে করে সন্তান’রা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, এবং আপনাদের সন্তানদের দিকে কঠোর ভাবে নজরদারি করবেন যাতে তারা কখনোই মাদক আসক্ত হয়ে না পড়ে। ছেলে মেয়েদের যে কোনো সমস্যা দেখা দিলে উপজেলা সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করবে,অত্র বিদ্যালয়ের দায়িত্ববানদের নিকট বলার জন্য নির্দেশ দেন এবং সকল ধরনের পরামর্শ প্রদান করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সম্মত খাবার বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শিরীন সুলতানা আপা।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com