মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) থেকে :
রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৫ কাউন্সিলর সংবাদ সম্মেলন করেন। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় বলা হয় পৌরসভার উন্নয়ন বাধাগ্রস্থ করতে কতিপয় কাউন্সিলর বর্তমান মেয়রের বিরুদ্ধে উদ্দেশ্যমুলক অপপ্রচার চালাচ্ছে। মেয়র তাজিমুল ইসলাম শামীম একজন সৎ, নিষ্ঠাবান ব্যক্তি। মুলতঃ পৌরসভার অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাসেল মিয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল আজাদ মন্ডল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক মিয়া ও ৭,৮.৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম।
উল্লেখ্য- গত সোমবার পীরগঞ্জ পৌর আওয়ামী লীগ থেকে ৩ পৌর কাউন্সিলরকে বহিস্কার করা হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ৩ কাউন্সিলরকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
বহিস্কৃতরা হলো- পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল ইসলাম, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মশিউর রহমান পারভেজ এবং ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর আশরাফুল ইসলাম। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার জানান, সোমবার পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সেলিম মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ কাউন্সিলরকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা জানান,ওই তিন কাউন্সিলরের নামে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ,দলের ভাবমুর্তি ক্ষুন্নসহ নানান ধরণের অভিযোগ রয়েছে। ফলে তাদের বহিষ্কার করা হয়েছে।