Khoborerchokh logo

মানবিক রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে ২ টাকায় ইফতার পাচ্ছেন অসহায় মানুষ 119 0

Khoborerchokh logo

মানবিক রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে ২ টাকায় ইফতার পাচ্ছেন অসহায় মানুষ

রোববার (২৬ মার্চ) রাজবাড়ী রেল স্টেশন এলাকায় নামমাত্র মূল্যে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার রবিউল ইসলাম। এ সময় ইফতার নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন। পুরো রমজান জুড়ে এই ইফতার আয়োজন চলবে।


জানা গেছে,গত বছর রমজানে মাসব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের হাতে এক টাকায় ইফতার তুলে দিয়েছে মানবিক রাজবাড়ী ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার রমজানের দ্বিতীয় দিন থেকে এ কার্যক্রম শুরু করে মানবিক রাজবাড়ী।

ইফতার নিতে আশা রিকশাচালক রাসেল বলেন,আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী ভালো ইফতার কেনার সামর্থ্য নাই। তাই এখান থেকে ইফতার কিনতে এসেছি। এখন প্রতিদিন এখান থেকে ইফতার কিনে বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে ইফতার করব।

২০২০ সালে করোনা মহামারিতে দেশজুড়ে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে রাজবাড়ীতে আটকা পড়েছিল বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক দিনমজুর। আটকা পড়া শ্রমজীবী মানুষ থাকা ও খাবার সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ায় ‘মানবিক সাংবাদিক’ হিসেবে পরিচিত খন্দকার রবিউল ইসলামের সেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক রাজবাড়ী ফাউন্ডেশন’।


‘মানবসেবায় অঙ্গীকারবদ্ধ’ স্লোগান সামনে রেখে সাংবাদিক খন্দকার রবিউল ইসলামের উদ্যোগে গড়ে উঠে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রাজবাড়ী। একের পর এক অসহায় মানুষের জন্য কাজ করে আসছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রাজবাড়ী ফাউন্ডেশন। ২০২০ সাল থেকে করোনার মধ্যে ভ্রাম্যমাণ দোকানে এক টাকায় খাবার বিক্রি করাসহ সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড করে সংগঠনটি বেশ সারা ফেলে রাজবাড়ীতে। এছাড়াও রেল স্টেশন এলাকার ছিন্নমূল মানুষদের বসিয়ে এক টাকায় পেট ভরে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে ছিল ‘মানবিক রাজবাড়ী’।


সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম জানান, ক্ষুধার্তকে এক বেলা খাওয়ানোর আনন্দ থেকে মানবিক রাজবাড়ীর যাত্রা শুরু। আর্থিক অসংগতি থাকা মানুষের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছিল। প্রথম দিকে আমরা ফ্রিতে খাবার দিতাম, এতে অনেক মানুষ তাদের প্রতি একটু ভিন্ন চোখে তাকা তো, তারাও লজ্জাবোধ করত। পরে আমরা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, ফ্রিতে খাবার না দিয়ে এক টাকা করে নেব। এতে করে মানুষকে আর লজ্জায় পড়তে হবে না। যে কারণে এবারও টোকেন মানি নামমাত্র দুই টাকায় ইফতার দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিন প্রায় শতাধিক মানুষ ইফতার নিয়েছেন। এ কার্যক্রম রমজান মাস জুড়েই চলবে। এ কার্যক্রমে আমাদের পাশে এসে কেউ দাঁড়াতে চাইলে আমরা তাকে স্বাগত জানাব।


ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার এসআই মো. শহিদুল ইসলাম, মানবিক রাজবাড়ীর সদস্য সাদান সাকিব রাফি, মো. পান্না মিয়া, মো. রেজা খানসহ সংগঠনের সদস্যরা।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com