Khoborerchokh logo

ডিলার এজেন্ট নিয়োগের নামে আলিবাবা সুইটস এর লক্ষ লক্ষ টাকা প্রতারণা 205 0

Khoborerchokh logo

ডিলার এজেন্ট নিয়োগের নামে আলিবাবা সুইটস এর লক্ষ লক্ষ টাকা প্রতারণা


বশির আলম :
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশ,সেক্ষেত্রে পিছিয়ে নেই একশ্রেণীর অসাধু প্রতারক । ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারনার মাধ্যমে সক্রিয় রয়েছে অসংখ্য প্রতারক চক্র । মাঝে মাঝে কিছু প্রতারক চক্র প্রতারণা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও  আইনের ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে এসে আবার সেই প্রতারণা শুরু করে।

সম্প্রতি সময়ে আলী বাবা সুইটস অ্যান্ড কনজ্যুমার নামে একটি  কোম্পানি ডিলার এজেন্ট নিয়োগ দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে । একজন ভুক্তভোগী গাজীপুর মেট্রো  টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আলিবাবা সুইস অ্যান্ড কনজুমার কোম্পানির মালিক রাজিব ঘোষের বিরুদ্ধে। অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়ী নুরে আলম উল্লেখ করেন,ব্যবসায়িক চুক্তিভিত্তিক আলিবাবা সুইস অ্যান্ড কনজুমার কোম্পানির মালিক রাজিব ঘোষের সাথে ডিপো ডিলার নিয়োগ বিষয় চূড়ান্ত হওয়ার পর কোম্পানির একাউন্টে পে অর্ডারের মাধ্যমে ৫ লক্ষ টাকা পরিশোধ করি, কোম্পানি ব্যবসায়িক নিয়ম  ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে  বাজারের সবচেয়ে নিম্নমানের উৎপাদিত পণ্য ডেলিভারি দিয়ে থাকে,। বিষয়টি নিয়ে কোম্পানির সাথে একাধিক বার আলাপ-আলোচনা করে তাদের পণ্য বুঝে নিয়ে আমাকে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে । সে মোতাবেক আমি কোম্পানির নিজস্ব কারখানায় গাজীপুর টঙ্গী পূর্ব থানা দত্তপাড়া এলাকায় আলিবাবা সুইস মিষ্টির কারখানায় একাধিকবার এসে যোগাযোগ করে আমাকে টাকা না দিয়ে উল্টো মেরে ফেলার হুমকি দেয়।


আমি তাদের প্রতারণার  শিকার হয়ে  আইনের সহযোগিতার জন্য টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি, এই কোম্পানির মালিক রাজিব ঘোষ শুধু চট্টগ্রাম  এলাকায় কমপক্ষে ২৫ জন লোকের সাথে এরকম প্রতারণা করেছে, নুর আলম আরো জানান আমি বর্তমানে নিঃস্ব হয়ে গিয়েছি আমি এই প্রতারণার বিচার চাই। প্রতারণার বিষয় জানতে কোম্পানির মালিক রাজিব ঘোষের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ করেন নাই। রাজিব ঘোষ হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার উফুলকী গ্রামের ভযেন্দ্রনাথ ঘোষের ছেলে। কোম্পানির  বিজ্ঞাপন  পেইজে ব্যবহৃত নাম্বার  -০১৩১৬৪০০৭৪৪ তে যোগাযোগ করলে  নম্বরটি ব্যবহারকারী ব্যক্তি নাটোর থেকে বলেন এই সকল বিষয়ে আমি কিছুই জানিনা। প্রিয় পাঠক দেশবাসী লোভনীয় অফারে ব্যবসায়িক ফাঁদে  ফেলে যেকোনো সময় আপনার সর্বনাশ করতে পারে তাই সতর্ক থাকুন।অতি দ্রুত সময় আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের প্রতারক চক্র কে গ্রেফতার করে আইনের আওতায় আনবে এমনটাই সুশীল সমাজের দাবী।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com