Khoborerchokh logo

গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি, আটক ৫ জন 280 0

Khoborerchokh logo

গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি, আটক ৫ জন

রনি আহমেদ: 
গাজীপুরে র‍্যাব পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে আটক করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে কভারসহ খেলনা পিস্তল,র‌্যাবের জ্যাকেট,নৌবাহিনীর ইউনিফর্ম ফরমেশন সাইন, র‌্যাবের ভুয়া পরিচয়পত্র,চাকু,ল্যাপটপ,ব্যাংকের চেক,মোবাইল ফোন,নগদ টাকা এবং টেন্ডার তদারকির নথিসহ জমির দলিল ও কাগজপত্র জব্দ করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর মঙ্গলবার গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-নাজমুল হোসেন (২৬),নাহিদ হাসান (২৪),তাজুল ইসলাম (৫০),সুমন মিয়া (২৮) ও সুচিত্র রবি দাস (২৬)।
র‌্যাব-১-এর সহকারী পরিচালক (অপ.অফিসার) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার দিকে গাছা থানার একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। এসময় ওই ৫ জনকে আটক করা হয়। তারা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে এলাকায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি করে আসছিল।
তিনি আরও জানান, এ চক্রের সদস্যরা অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন বিচার-সালিশের রায় নিজেদের পক্ষে নিয়ে আসতো। এই চক্রটি জমি ও টাকা উদ্ধার, বিভিন্ন সরকারি/বেসরকারি খাতের টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ ছাড়াও, চক্রটি সাধারণ মানুষের জায়গা জমি ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের সমাধানের নাম করে তাদের কাছ থেকে ভুয়া স্ট্যাম্পে স্বাক্ষর নিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com