তানিন আফরিন গাইবান্ধা থেকেঃ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রয়াত ডেপুটি স্পিকারের কণ্যা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।
আজ ৮ অক্টোবর রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই উপজেলার পদুমশহর ইউনিয়নের মজিদের ভিটা, সরদারপাড়া, আমতলীসহ বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা করেন। এসময় তিনি ওই এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। ভোটারদের মাঝে উন্নয়নমূলক লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় তিনি, আওয়ামী লীগ সরকারের সময়ে ফুলছড়ি -সাঘাটা উপজেলার রাস্তা-ঘাটসহ দৃশ্যমান উন্নয়নের কথা বলেন। এ উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি।
আওয়ামী লীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তন্মধ্যে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য।
এসময় আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এবং এই আসনে তিনি মনোনয়ন পাবেন সেই প্রত্যাশাও ব্যাক্ত করেন।