Khoborerchokh logo

পীরগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা চেয়ে কৃষকদের মানববন্ধন 144 0

Khoborerchokh logo

পীরগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা চেয়ে কৃষকদের মানববন্ধন

মোস্তফা মিয়া পীরগন্জ  (রংপুর) থেকে: 
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বামনীর বিল,ভেকির বিল,ভেলামারি বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা চেয়ে কৃষকের ফসল রক্ষার্থে প্রায় ৫'শ বিঘা জমির জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় অত্র গ্রামবাসীর আয়োজনে উপজেলার একতাবাজার নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অত্র এলাকার হাজারো কৃষক অংশগ্রহন করেন। এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল মন্ডল,সাইরুল ইসলাম, নুরুল ইসলাম, শয়ন মিয়া,প্রমুখ।

কৃষকরা বলেন, দীর্ঘ দিন ধরে বামনীর বিল,ভেকির বিল,ভেলামারি বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকাজুড়ে প্রায় ৫'শ বিঘার মতো আমন ধানের জমির ধান নষ্টের পথে এ নিয়ে কৃষকরা মানবেতর জীবনযাপন করছে।  আমাদের দীর্ঘ দিনের চাওয়া বামনীর বিল,ভেকির বিল,ভেলামারি বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। আমরা চাই এখানে টানেল নির্মাণ করে একটি দীর্ঘ স্থায়ী সমাধান।

অত্র ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, অনেক আগেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার ছিলো।ধান কিছু নষ্ট হয়ে গেছে তারপরেও এখন যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় তাহলে চিকন ধান লাগানো যাবে। তিনি আরও বলেন উর্ধতন কর্মকর্তা ছাড়া আমারা এটি সমাধান করতে পারবো না।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com