Khoborerchokh logo

রংপুর সিটিতে রাস্তায় রাস্তায় স্পিটব্রেকার ও যানজট নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান 173 0

Khoborerchokh logo

রংপুর সিটিতে রাস্তায় রাস্তায় স্পিটব্রেকার ও যানজট নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান

শাহ্ মো:রায়হান বারী,থেকে:
রংপুর সিটি কর্পোরেশনে ময়লা-আবর্জনামুক্ত রাস্তাঘাট, ভাঙ্গা রাস্তা সংস্কার যানজট নির সনে ও স্পিটব্রেকার অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরজেলা শাখা। গত রবিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি হাসনা চৌধুরী ও সাধারণ সম্পাদক রুম্মানা জামান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, রংপুরে দ্রুত বাড়ছে নগরায়নের হার। এখন থেকে পরিকল্পিতভাবে রংপুর মহানগরীকে গড়ে তোলা না হলে রংপুর হবে ঢাকার মতো। সামান্য বৃষ্টিতেই বিভিন্নস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়।


রংপুর মহানগরীর বিভিন্ন প্রধান সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনার স্তুপ। যা দূষিত করে তুলছে রংপুর
মহানগরীকে। সেই সাথে রংপুর মহানগরীতে বেড়েছে রিকসা ও অটোরিকসার চাপ। সবসময় লেগে থাকছে তীব্র যানজট। ৫ মিনিটের গন্তব্যে যেতে সময় লাগছে আঁধা ঘন্টা। স্মারকলিপিতে আরও বলা হয়, রংপুরের অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার জরুরী হয়ে পড়েছে। রংপুর টাউন হলের মাঠে বসানো হচ্ছে তরমুজ ও লিচুর হাট। এর ফলে ময়লা আবর্জনার স্তুপে পরিণত হচ্ছে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর, পাবলিক লাইব্রেরি ও টাউন হল চত্ত্বর। স্মারকলিপিতে ময়লা-আবর্জনামুক্ত
রাস্তাঘাট, ভাঙ্গা রাস্তা সংস্কার ও যানজট নিরসনের দাবি জানানো হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com