Khoborerchokh logo

গাজীপুরে ৬৬ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ 160 0

Khoborerchokh logo

গাজীপুরে ৬৬ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ

আশিকুর রহমান আশিক:

গাজীপুরে অভিযান চালিয়ে ৬৬ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। গত রবিবার(৩০ জুন) দুপুরে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা এলাকা থেকে এসব মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। 


গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জোবায়ে হাসান ওরফে শিমুল (২৫), পিতা-মৃত রাশেদ, মাতা-মোর্শো আক্তার, সাং-ইটাহাটা, মধ্যপাড়া, থানা-বাসন,গাজীপুর মহানগর,গাজীপুর,মোঃকামরুল হাসান (২৩), পিতা-মোঃ নাজিম উদ্দিন, মাতা-আমেনা খাতুন, সাং-ইটাহাটা (মজলিশপুর), থানা-বাসন,গাজীপুর মহানগর,গাজীপুর ও মোঃ সাইফুল ইসলাম (৩৭),পিতা-মৃত আবে আলী, মাতা-কুহিনুর বেগম, সাং-বেলগাছা, পশ্চিম কল্যান, থানা-সদর, জেলা-কুড়িগ্রাম,বর্তমান সাং-ইটাহাটা,থানা-বাসন,গাজীপুর মহানগর।


গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাসন থানাধীন ইটাহাটা এলাকার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জোবায়েদ হাসান শিমুলের বসত বাড়ীর সামনে থেকে বিদেশী মদ ও মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীরা উক্ত রাস্তার উপর দাঁড়িয়ে এসব মাদক বিক্রয় করছিলেন। এবিষয়ে এসআই (নিরস্ত্র)/মোঃ ফারুক হোসেন বাদী হয়ে বাসন থানায় মাদক মামলা দায়ের করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com