Khoborerchokh logo

গাইবান্ধায় দস্যুতাকালে ৪ জন কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ 121 0

Khoborerchokh logo

গাইবান্ধায় দস্যুতাকালে ৪ জন কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ

তানিন আফরিন গাইবান্ধা থেকেঃ

আজ ৭ ই অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকার সময় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার কামাল হোসেন। তিনি জানান গত ৬ ই অক্টোবর গাইবান্ধা সদর থানা পুলিশের রাত্রী কালীন ডিউটি করাকালে মিশুক অটো নিয়ে দস্যুতা করে পালিয়ে যাবার সময় ৪ জন কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা একটি ধারালো ছোড়া ও ব্যাটারি চালিত একটি অটো মিশুক জব্দ করা হয়। পুলিশ সুপার আরো জানান যে, গ্রেফতারকৃত আসামিরা একই সাথে পরস্পর যোগসাজসে গত ৬ ই অক্টোবর শুক্রবার সন্ধ্যার সময় ফকিরপাড়া মোড় থেকে একটি অটো মিশুক ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর নামক স্থানে নিয়ে গিয়ে ধারালো চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে এবং মারধর করে অটো মিশুকটি নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিরা হলেন গাইবান্ধা শহরের মধ্যধানঘড়া এলাকার কায়ছার মিয়ার পুত্র কল্লোব মিয়া, মৃত লাল মিয়ার পুত্র আল আমিন মিয়া, মন্জু মিয়ার পুত্র আবীর মিয়া এবং আশরাফুল আলমের পুত্র নাজমুল হাসান বোনাস। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দস্যুতার একটি মামলা রজু করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুব জ্যোতিময় গোব, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক তদন্ত সিরাজুল হক সহ অনেকে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com