Khoborerchokh logo

শহীদ আবু সাঈদের ভিটেমাটিতে অপ্রকাশিত আলোকচিত্রী প্রদর্শনী 76 0

Khoborerchokh logo

শহীদ আবু সাঈদের ভিটেমাটিতে অপ্রকাশিত আলোকচিত্রী প্রদর্শনী


মোস্তফা মিয়া,পীরগঞ্জ(রংপুর): 
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের অপ্রকাশিত আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর ) শহীদ আবু সাঈদ সংঘের তত্ত্বাবধানে  জাফরপাড়া উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী কালের কণ্ঠ’র ফটো সাংবাদিক আদর রহমানের তোলা ছবির প্রদর্শনীটি শুরু হয়। ১৬ জুলাইয়ের ঘটনার ছবিগুলো দিনব্যাপী প্রদর্শনী হবে। 


প্রদর্শনীটি ফিতা কেটে উদ্বোধন করেন শহীদ আবু সাঈদ এর বাবা মকবুল হোসেন । এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন,কালের কন্ঠের ফটো সাংবাদিক গোলজার রহমান আদর,মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানসহ শহীদ আবু সাঈদ এর পরিবারের অন্যান্য সদস্যরা । 

আলোকচিত্রে ১৬ জুলাইয়ের আন্দোলনের ঘটনা দেখানো হয়েছে৷ আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনের দিন পুলিশ ও ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার চিত্র। এই প্রদর্শনীটি আজ থেকে আগামী ১৫ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

শহীদ আবু সাঈদের পরিবারের জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করে আলোকচিত্রের বিষয়ে ফটো সাংবাদিক আদর রহমান বলেন, ‘আমি ১৬ জুলাইয়ে সাড়ে ৩০০ ছবি তুলেছি। এর মধ্যে ৫০টি ছবি এখানে প্রদর্শন করা হয়েছে।
আমি এই প্রদর্শনীর মাধ্যমে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কখনো যদি আবু সাঈদকে নিয়ে গবেষণা করা হয়, তাহলে হয়তো এই ছবিগুলো অনেক কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
ঘুরতে আসা দর্শনার্থী তানভীর আহমেদ বলেন, ‘আমরা শুধু আবু সাঈদের মারা যাওয়ার ভিডিওটা দেখেছি। আমরা কিন্তু এই দুর্লভ ছবিগুলো দেখিনি। এই ছবিগুলো দেখে অনেক কিছু জানতে পারছি।
শহীদ আবু সাঈদ এর বাবা মকবুল হোসেন বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার যেনো হয় । শহীদ আবু সাঈদ এর বড় ভাই আবু হোসেন বলেন, এই ছবিগুলো অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করবে এবং যারা আমার ভাইকে যেভাবে নির্যাতন করার পর গুলি করে হত্যা করেছে তাদের বিচারের দাবী জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com