Khoborerchokh logo

জিএমপি'র টঙ্গী পশ্চিম থানায় এক পুলিশ কর্মকর্তা মরদেহ উদ্ধার 271 0

Khoborerchokh logo

জিএমপি'র টঙ্গী পশ্চিম থানায় এক পুলিশ কর্মকর্তা মরদেহ উদ্ধার

আলমগীর কবিরঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা থেকে এক পুলিশ কর্মকর্তা মিল্টন কুন্ডুর উপ-পুলিশ পরিদর্শক এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭  অক্টোবর ২০২৩ ইং তারিখ মঙ্গলবার রাত সা‌ড়ে ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ব‌্যারাক থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ধুপপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।জানা যায়, গত ৩ অক্টোম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন মিল্টন কুণ্ড। যোগদানের পর থেকেই তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। দায়িত্ব পালনে অমনোযোগী থাকতেন বেশিভাগ সময়,অনিয়মতান্ত্রিক চলাফেরা ও অস্বাভাবিক মনে হতো তাকে। এ বিষয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, নিহত মিল্টন কুণ্ড যখন পুবাইল থানায় কর্মরত ছিলেন তখন তিনি প্রায়ই সময় অন্যমনস্ক হয়ে থাকতেন। সবার থেকে নিজেকে আড়াল করে রাখতেন। তা‌কে কোনো কাজ দি‌লে তিনি বল‌তেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com