Khoborerchokh logo

সুধাংশু কুমার বাড়ৈ ইন্তেকাল এক স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেন 150 0

Khoborerchokh logo

সুধাংশু কুমার বাড়ৈ ইন্তেকাল এক স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সেকশন অফিসার তরুণ কুমার বাড়ৈ এর বাবা সুধাংশু কুমার বাড়ৈ (৮৭) পরলোকগমন করেছেন। গত ২৬ নভেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বাটাজোর ইউনিয়নে জয়শীরকাঠী গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন সুধাংশু কুমার। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার ২৭ নভেম্বর পারিবারিক শ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।  
সুধাংশু কুমার বাড়ৈ এর পরলোকগমনে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি ২৭ নভেম্বর সোমবার এক শোকবার্তায় সুধাংশু কুমার বাড়ৈ এর স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com