Khoborerchokh logo

গাজীপুরে সংবাদ সংগ্রহকালে এশিয়ান টিভির সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা 107 0

Khoborerchokh logo

গাজীপুরে সংবাদ সংগ্রহকালে এশিয়ান টিভির সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা

আলমগীর কবীর :
গাজীপুরে সংবাদের তথ্য উপাত্ত সংগ্রকালেএশিয়ান টিভি“র সাংবাদিক আরিফ খান আবিরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জঘম করেছে হামলাকীরা। ঘটনার বরাত দিয়ে রাতেই শ্রীপুর থানায় মামলা দায়ের করেছে আহত ঐ সাংবাদিক।

গত মঙ্গলবার বিকালে এ হামলা ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলার শিকার আবির রক্তাত্ববস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন আহত সাংবাদিককে।


হামলাকারী জজ মিয়া জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।গুরুতর আহত আবির জানায় এ হামলায় তার সাথে অজ্ঞাত ৬ জন সন্ত্রাসী অংশ নেয়।
জানা যায়, জজ মিয়া তার আপন সহোদর ছোট ভাই খলিল মিয়াসহ স্থানীয় ৩ জনকে গরুর চুরির ঘটনায় ফাঁসায়। এ ঘটনায় পুলিশ কোন তথ্য প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এ ধরণের ঘটনায় স্থায়ীরা প্রতিবাদ জানায়। আর সেই সংবাদ সংগ্রহের সময় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারী।


ঘটনার রাতেই জজ মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করা হলে গা ডাকা দেয় অভিযুক্ত সকল আসামি। যার ফলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন,ঘটনার পরেই মামলা নেওয়া হয়েছে,অভিযুক্ত আসামিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com