Khoborerchokh logo

আশুলিয়ায় ২০০ বোতল ফেনসিডিল,১টি ট্রাকসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ 117 0

Khoborerchokh logo

আশুলিয়ায় ২০০ বোতল ফেনসিডিল,১টি ট্রাকসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

 সোমবার ৩০ মে ২০২২ ইং তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কুষ্টিয়া জেলা হতে ট্রাকযোগে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে রাজধানীর ঢাকার দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ৩০ মে ২০২২ তারিখ আনুমানিক৩.৫০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল মোড়রের’ বাইপাইল টু আব্দুল্লাহপুর মহাসড়কের বাম পাশে করিম সুপার মার্কেটস্থ সিহাব এন্টার প্রাইজ দোকানের সামনে পাকাা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মোঃ জয় মালিথা @ নদী (২২), পিতা- মোঃ রফিক মালিথা, জেলা-কুষ্টিয়া, ২) ড্রাইভার মোঃ মিনতারুল ইসলাম (৪৪), পিতা- মৃত সিকেন্দার আলী, জেলা-কুষ্টিয়া এবং ৩) সুমন আলী (২২),পিতা- হামিদুল ইসলাম, জেলা- কুষ্টিয়াদের’কে গ্রেফতার করে।    এসময় ধৃত আসামীদের নিকট হতে ২০০ বোতল ফেনসিডিল, ০১ টি মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাক ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায়,তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলা হতে কৌশলে ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে এসে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।  
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com