Khoborerchokh logo

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী 277 0

Khoborerchokh logo

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী

:

গাজীপুরের কোনাবাড়ীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে প্রথম স্ত্রী নিপা আক্তার (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে তাকে নিজেই হাসপাতালে নিয়ে যান তিনি।


গতকাল সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টা সময় কোনাবাড়ী থানাধীন জরুন উত্তর পাড়া আব্দুর রশিদ এর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত নিপা আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দক্ষিণ গাবুড়া গ্রামের আব্দুস সাত্তার এর মেয়ে। স্বামী আবুল হোসেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কৃষ্ণ কাঠি গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তারা ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতো।


বাসার মালিক আব্দুর রশিদ বলেন,গত শুক্রবার(১২ জানুয়ারি) রাত দেড়টা সময় আবুল হোসেনের চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে। কি হয়েছে জানতে চাইলে তার প্রথম স্ত্রী নিপা আক্তার বলেন, পুরুষাঙ্গে পোকায় কামড় দিয়েছে। পরে তাকে প্রথমে কোনাবাড়ী ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওই রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরী বিভাগের ডাক্তার আমার নাম্বারে ফোন করে বলে আবুল হোসেনের পুরুষাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। তখন আমরা বিষয়টি জানতে পারি। বাড়িওয়ালা আরো বলেন,রোববার রাতে তার স্ত্রী নিপা আক্তার আবার বাসায় আসে। আমরা তাকে জিজ্ঞেস করলে বলে সুস্থ আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায় থাকলেও বিকেলে সে বাসা থেকে পালানোর চেষ্টা করে। পরে আমরা তাকে আটক করি। বিষয়টি কোনাবাড়ি থানা পুলিশকে অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।


আবুল হোসেনের ছোট স্ত্রী হাফসা বেগম বলেন, আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ ছিল। গত ৬ বছর আগে আমার সাথে বিয়ে হয়েছে। আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। আমার স্বামী অসুস্থ থাকায় ঠিক মতো কাজ কাম করতে পারত না। আমরা দুজনই গার্মেন্টসে চাকরি করে চলতাম। কি কারনে সে এমন ঘটনা ঘটিয়েছে বুজতে পারছিনা? তিনি আরো বলেন,বর্তমানে আমার স্বামী উত্তরা সিন সিন জামান হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।


নিপা আক্তার আমাদের প্রতিবেদককে বলেন,আসলে আমার মাথায় ভূত চেপে বসেছিল। কেন এমন করেছি বলতে পারছিনা?এসময় তিনি উপস্থিত সবার সামনে অকপটে স্বামীর পুরুষাঙ্গ কাটার কথা স্বীকার করেন।


এ বিষয়ে গাজীপুর মেট্রপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান খান জানান, খবর পেয়ে গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার সময় নিপা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com