Khoborerchokh logo

গাইবান্ধায় যমুনার ডান তীর রক্ষা প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ,কাজ বন্ধ 62 0

Khoborerchokh logo

গাইবান্ধায় যমুনার ডান তীর রক্ষা প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ,কাজ বন্ধ

তানিন আফরিন,গাইবান্ধা থেকে :
গাইবান্ধায় যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে ফুলছড়ি উপজেলার কাতলামারী এবং সাঘাটা উপজেলার গোবিন্দী, হলদিয়া ও মুন্সিরহাট এলাকা রক্ষা প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ করেছেন সাঘাটা ইউপি চেয়ারম্যান। ফলে চলমান এ প্রকল্পটির কাজ বন্ধ হয়ে গেছে। 

তিসত্মা, ব্রহ্মপুত্র ও যমুনা নদী বেষ্টিত গাইবান্ধার চার উপজেলা ভাঙন প্রবণ হওয়ায় সরকার যমুনা নদীর ডানতীরের ভাঙন হতে ফুলছড়ি উপজেলার কাতলামারী এবং সাঘাটা উপজেলার গোবিন্দী, হলদিয়া ও মুন্সিরহাট এলাকা রড়্গা প্রকল্প গ্রহণ করে। ঢাকার হাসান ব্রাদার্স ও বিজে কনস্ট্রাকশন প্রকল্পটির ঠিকাদার হিসেবে দায়িত্ব পেয়ে কাজ শুরম্ন করে। ঠিকাদারী প্রতিষ্ঠানের পড়্গে কাজটি সুষ্ঠুভাবে তদারকি ও দেখভালের জন্য স'ানীয় প্রতিনিধি হিসেবে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটকে দায়িত্ব দেয়া হয়।

তার তদারকিতে প্রকল্পের কাজ দ্রম্নতগতিতে চলছিল। কিন' আওয়ামী লীগ সরকারের পতনের পর আলমগীর হোসেন, আলতামাস আহম্মেদ সোহাগ, আনোয়ার হোসেন, গোলাম হোসেন, বেকো, বিপুলসহ চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একটি গ্রম্নপ গত ২০ আগস্ট মুন্সিরহাট প্রকল্প এলাকায় এসে শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা ১০ লাখ টাকা চাঁদা অথবা কাজের অর্ধেক ছেড়ে দেওয়ার দাবি করে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এ বিষয়ে চেয়ারম্যান সুইট ঠিকাদারী প্রতিষ্ঠানের পরামর্শে মামলা করার প্রস'তি নেন। এতে সন্ত্রাসী-চাঁদাবাজরা আরও ড়্গিপ্ত হয়ে তার ভাবমূর্তি ড়্গুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়। 

শনিবার দুপুরে সাঘাটার নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট গণমাধ্যমকর্মীদের কাছে এসব অভিযোগ করেন। এ সময় সন্ত্রাসী চাঁদাবাজদের বিচার দাবি করে তিনি বলেন, বিগত সময়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছে, তারাই তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এসব অপপ্রচার ও হুমকি-ধামকি দিচ্ছে। তিনি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে শেষ করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com