গাজীপুরের গাছায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন লক্ষাধিক টাকা অর্থদন্ড 261 0
গাজীপুরের গাছায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন লক্ষাধিক টাকা অর্থদন্ড
আলমগীর কবীর:
রবিবার ২৪ সেপ্টেম্বর২০২৩ইং জিএমপি‘র গাছা থানাধীন ৩৮নং ওয়ার্ডস্থ পেয়ারা বাগান এলাকার আক্তার হোসেন জয়ের মালিকানাধীন মশার কয়েল তৈরীর একটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালত কতৃক বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস ।
রোববার দুপুরে অভিযান চালিয়ে ঐ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময়ে অবৈধ গ্যাস সংযোগের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গাজীপুর নিবার্হী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ডেপুটি ম্যানেজার আসাদুজ্জামান আজাদ উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের বলেন, এই কয়েল কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায়সহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া আরও ৫টি আবাসিক বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের এই অভিযান নিয়মিত থাকবে বলেও জানান এ কর্মকর্তা। অভিযানকালে প্রকৌশলী ফয়সাল আহমদ, আনোয়ার হোসেনসহ স্থানীয় প্রসাশনের লোকজন উপস্থিত ছিল।
উল্লেখ্য ২০১৭ সালে গ্যাস লাইন অবৈধ সংযোগের অপরাধে এই কয়েল তৈরীর কারখানাকে জরিমানা করা হয়েছিল ।