গাজীপুরে ১২ দফা দাবি আদায়ে শ্রমিক বিক্ষোভ মহাসড়কে দীর্ঘ জানজট 46 0
গাজীপুরে ১২ দফা দাবি আদায়ে শ্রমিক বিক্ষোভ মহাসড়কে দীর্ঘ জানজট
:
সোমবার (২৩ সেপ্টেম্বর)২০২৪ইং সকাল ৭.৩০ টা থেকে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের গার্মেন্টস কারখানার শ্রমিকরা ১২ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে।
শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিসহ কয়েকটি দাবি জানিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেয়।এরপর সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
জানা যায়, সোমবার সকালে শ্রমিকরা ১২ দফা জানিয়ে কারখানার ভেতরে অবস্থান নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তারা মহাসড়ক অবরোধ করে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ ৮টি দাবি মেনে নেয়। ১২টি দাবি থেকে ৮টি দাবি মেনে নিলেও বাকী চারটি দাবি মেনে নেওয়ার দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। এতে সকাল থেকেই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের তৈরি হয়।
এদিকে বেলা ১২টার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বাঘের বাজার জোনের পরিদর্শক সুমন মিয়া জানান, সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছে। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা ব্যবস্থা করা হয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে।