Khoborerchokh logo

গাজীপুরে ওয়ার্ড কাউন্সিলর ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 196 0

Khoborerchokh logo

গাজীপুরে ওয়ার্ড কাউন্সিলর ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনর


গাজীপুর মহানগরের ৩৭নং ওয়ার্ডস্থ গাছায় কিশোর গ্যাং সদস্যদের কান্ডজ্ঞানহীন ঘটনায় ১৫মে ২০২২ইং রোববার দুপুরে  নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে করেন ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল। অপ্রত্যাশিত ঘটনায় কিশোর গ্যাং সদস্যদের সাথে তিনি ও তার ছেলের সম্পৃক্ততা নেই দাবী করে লিখিত বক্তব্যে তিনি বলেন,‘আসন্ন গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে আমাকে বিতর্কিত করতেই প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছে।তবে গত বৃহস্পতিবার রাতে অত্র এলাকায় তান্ডবে নেতৃত্বদানকারী আলোচিত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী হাবীবুল্লাহ কোন একতার অফিস সহায়ক হিসেবে ছিলেন । গ্যাং লিডার হাবীবুল্লাকে এলাকার বয়োজ্যৈষ্ঠদের সঙ্গে আলাপ আলোচনা করে টানা দুই বছর সংশোধনের চেষ্টা করেছেন। 
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,‘কিশোর গ্যাং সম্পর্কে আমি ও আমার ছেলে কিছুই জানি না। কিশোর গ্যাংয়ের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। আমার ছেলে কিশোর গ্যাং সদস্যদের সাথে মাদক সম্পৃক্ত,মাদক কেনাবেচার কাজে সহযোগিতা করা বা মাদক কেনাবেচা করা লোকদের সাথে চলাফেরা করে না। সন্ত্রাসী হাবীবুল্লাহ আমার বাড়িতে পোষ্য  হিসেবে ছিল না।আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যেকোন লোক যেকোন বিষয় আসয় নিয়ে আসতেই পারেন । নাগরিক সেবা পাওয়ার জন্যই অত্র এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন । 
আমার জানামতে সে তার নিজ বাড়িতে বসবাস করতো  ইদান্কিালে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আমাকে এবং আমার পরিবারের আত্ম সন্মানকে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।আমরা ষড়যন্ত্রের স্বীকার । প্রিয় সাংবাদিকদের মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন । 




এদিকে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশের পর কিশোর গ্যাং লিডার হাবীবুল্লাহর সাথে কাউন্সিলর ও কাউন্সিলরপুত্রের একাধিক ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।সেটা আর একটা ষড়যন্ত্রমুলক অপচেষ্টা ।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার বাদী আহত সাইফুল ইসলাম,কাউন্সিলর পুত্র সাদ্দাম হোসেন তন্ময়,সাব্বির ইসলাম রাজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন।



উল্লেখ্য,ছিনতাই ও মাদক কারবারের প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাং সদস্যরা ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকাবাসীর ওপর চড়াও হয়। এসময় তারা রাস্তায় যাকে পেয়েছে তাকেই পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। ঘটনার সময় একটি বাড়িতে ভাংচুর ও বাড়ির মালিক ব্যবসায়ী মনিরকে কুপিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীদের এ মহড়া চলাকালে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর নড়েচড়ে বসে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। আলোচিত ঘটনার সংবাদ প্রকাশের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত অপ্রত্যাশিত ঘটনার সঙ্গে জড়িত ৫ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com