Khoborerchokh logo

ফুলছড়িতে ২ টি ব্রিজের বেহালদশা যানবাহন চলা চালে ভোগান্তি 115 0

Khoborerchokh logo

ফুলছড়িতে ২ টি ব্রিজের বেহালদশা যানবাহন চলা চালে ভোগান্তি

আনোয়ার হোসেন রানা গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার ফুলছড়িতে ২টি ফুট ব্রিজের  পাটাতন ভেঙ্গে পড়ায় বেহাল দশা হওয়ায় ঝুঁকি নিয়ে  যানবাহন চলা চলে ভোগান্তি সৃষ্টি হয়েছে । এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার কয়েক হাজার মানুষ ও যানবাহন পরিবহনে । খোঁজ নিয়ে জানা যায় উপজেলা সদর হতে বোয়ালী হয়ে গাইবান্ধা সদর উপজেলা যাওয়ার পথে সীমান্ত মোড় নামক স্থানে বুড়াইল খালের উপর ব্রিজ টির পাটাতন ভেঙ্গেছে  প্রায় দুই বছর ধরে  এবং  উদাখালী ইউনিয়নের কর্তিকুড়া হতে মাছেরভিটা রাস্তায় উত্তর কাঠুর সীমানায় খালের উপরে একই ধরনের ব্রিজটিতেও পাটাতন ভেঙ্গেছে প্রায় ৪ বছর ধরে। সেতুর পাটাতনের ভাঙ্গা অংশে কাঠের টুকরো বসিয়ে কোন ভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা, মোটর সাইকেলসহ পথচারীরা।
প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। পাটাতন ভাঙ্গা থাকায় ভারী যানবাহন চলাচল করতে না পারায় স্থানীয় হাট বাজারে ব্যবসায়ীদের মালামাল পরিবহন করতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রতিদিন এ সড়ক দুটি দিয়ে জনসাধারণ ছাড়াও শত শত স্কুল কলেজের  শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।স্থানীয় এলাকাবাসীরা জানান, কর্তিকুড়া হতে মাছেরভিটা রাস্তায় উত্তর কাঠুর সীমানায় খালের উপর সেতুর পাটাতন ভেঙ্গে গেছে প্রায় ৪ বছর হলো।
স্থানীয়রা এক রাজনৈতিক নেতার সহযোগিতায় ভাঙ্গা অংশে কাঠের পাটাতন দিয়ে সাময়িক ভাবে হালকা যান চলাচলের উপযোগী করেছেন। এভাবে ৪ বছর অতিবাহিত হলেও ব্রিজ টি পুণ:নির্মানের কাজ আজও  হয়নি। স্থানীয় বাসিন্দা হারুনার রশিদ বলেন, ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে যাতায়াত করে কিন্তু ৪ বছর ধরে  ব্রিজটির পাটাতন ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তার দাবি, ভাঙা ব্রিজটির মেরামত করতে স্থানীয়দের পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে বারবারে দরখাস্ত দেয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।এদিকে বুড়াইল খালের উপরে  ব্রিজের পাটাতন ভেঙ্গে যাওয়ার ২ বছর পার হলেও ব্রিজটি পুণ:নির্মান করার উদ্যোগ গ্রহণ করা হয়নি।
প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু বলেন, ভাঙ্গা ব্রিজ দিয়ে এলাকাবাসী ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে। যে কোন সময় এটি ধ্বংস হয়ে  পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, প্রতিদিন এই ব্রিজ কোন না কোন  ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে। তিনি ব্রিজ টি  দ্রুত মেরামতের দাবী জানান।এব‍্যাপারে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান  ও  প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন,কর্তিকুড়া হতে মাছেরভিটা রাস্তায় উত্তর কাঠুর সীমানায় খালের উপর ব্রিজটি পূণঃনির্মানের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সীমান্ত মোড় নামক স্থানে বুড়াইল খালের উপর ব্রিজ টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পূণঃনির্মানে ব্যবস্থা গ্রহণ করা হবে স্হানীয়দের আসস্ত করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com