জিসিসি‘র নির্বাচনী প্রচারণায় টঙ্গীতে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে আবারও হামলা,আহত ৫ 96 0
জিসিসি‘র নির্বাচনী প্রচারণায় টঙ্গীতে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে আবারও হামলা,আহত ৫
গাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকেল পাঁচটার দিকে টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডের গরু হাঁটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জায়েদা খাতুনের সমর্থকদের মারধর করলে সংবাদকর্মীসহ অন্তত পাঁচজন আহত হন। পরে আহত দুই সমর্থককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থীকে গাড়ি বহরে থাকা দুইটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর প্রচারে অংশ নেওয়া শতাধিক নেতা-কর্মী নিয়ে গাজীপুরের ছয়দানা এলাকায় ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে টঙ্গীর ৫৭ নাম্বার ওয়ার্ডে এলাকায় নির্বাচনী প্রচারে গেলে ‘জয় বাংলা’ ও ‘নৌকার স্লোগান’ দিয়ে একদল লোক প্রথমে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে হামলাকারীরা বহরে থাকা অপর দুইটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এ নিয়ে পাঁচবার আমাদের উপর নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলো। আজও গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। তারা পুলিশকেও মানছেনা। আমরা পুলিশি পাহাড়ায় টঙ্গী থেকে চলে যাচ্ছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনা ইতোপূর্বে টঙ্গী পূর্ব থানা একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তাঁর মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তার কর্মী সমর্থকরা ঐ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নৌকা সমর্থকরা একই এলাকায় নৌকার প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে চালাতে যায়।পরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।
এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা,আমি আমার নির্বাচনী প্রচারণায় আছি।