গাজীপুর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত 176 0
গাজীপুর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত
আলমগীর কবীরঃ
আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলিএই প্রতিপাদ্য কে মেনেই ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস, ২০২৩ পালিত হয়েছে।
আলোচনা
সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আবুল ফাতে মোহাম্মদ শফিকুল
ইসলাম,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর।সভাপতিত্ব
করেন,জনাব মোহাম্মদ হুমায়ুন কবির,বিজ্ঞ অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট,গাজীপুর।আলোচনা সভা এবং সচেতনতা মূলক কর্মসূচি সফল এবং
বাস্তবায়ন করার জন্য,সহযোগিতায় বিআরটিএ, গাজীপুর সার্কেল,গাজীপুর।ভূমিকা
পালন করেন। সকাল ১০:০০ ঘটিকার সময় আলোচনা সভায়,মোহাম্মদ আবু নাঈম সহকারি
পরিচালক (ইঞ্জি)বি আর,টি,এ গাজীপুর সার্কেল,গাজীপুর।মোটরযান চালকদের প্রতি
আহ্বান করেন, সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে মোটরসাইকেল ও ধীরগতির বাহন
চালানো থেকে বিরত থাকুন। মানসিক অস্থিরতা, অতিরিক্ত চাপ ও শারীরিক অসুস্থতা
নিয়ে গাড়ি চালাবেন না। গতিশীমা মেনে চলুন।
বেপরোয়া ও অতিরিক্ত গতিতে
গাড়ি চালাবেন না। মোটরযান মালিকদের প্রতি আহবান করেন,মুক্তিযোদ্ধা,
নারী,শিশু ও প্রতিবন্ধী এবং বয়স্কদের গণপরিবহনে উঠানামা ও বসার ক্ষেত্রে
অগ্রাধিকার প্রধান করুন। চালককে একটানা পাঁচ ঘন্টা ও দিনে ৮ ঘন্টার বেশি
গাড়ি চালাতে বাধ্য করবেন না।মোহাম্মদ আবু নাঈম যাত্রীদের প্রতি আহবান
করেন, চলন্ত গাড়িতে উঠানামা করবেন না, পণ্যবাহী মটর জানে যাত্রী হয়ে
উঠবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীকে
অবহতি করুন। শরীরের কোন অংশ গাড়ির বাহিরে রাখবেন না। চালকের মনোযোগ বিঘ্ন
ঘটে এমন কিছু করবেন না। পথচারীদের প্রতি আহবান করেন, দৌড়ে অথবা মোবাইল
ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। চলাচলে ফুটপাত ব্যবহার করুন।
ফুটপাত বিহীন রাস্তার ডান পাশ দিয়ে সাবধানে চলুন।বাংলাদেশ সড়ক পরিবহন
কর্তৃপক্ষ (বিআরটিএ)গাজীপুর সার্কেল,গাজীপুর।মোহাম্মদ আবু নাঈম,সহকারী
পরিচালক (ইঞ্জি) এবং মোঃ অহিদুর রহমান,মোটরযান পরিদর্শক ও সাইদুর রহমান
সুমন,মোটরযান পরিদর্শক। (বিআরটিএ)গাজীপুর সার্কেল,গাজীপুর এর
তত্ত্বাবধানে,সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় এবং জেলা প্রশাসন
কার্যালয়ের রাজবাড়ী রোড এ পথচারীদের লিফলেট,বিতরণ করেন।উক্ত আলোচনা সভা
সফল করার আয়োজনে:জেলা প্রশাসন, গাজীপুর।