বাংলাদেশ দূতাবাস বাহরাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মুহিউদ্দীন কায়েছের আমন্ত্রণে দূতাবাস পরিদর্শন করেন মুহিবুর রহমান মানিক এমপি 200 0
বাংলাদেশ দূতাবাস বাহরাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মুহিউদ্দীন কায়েছের আমন্ত্রণে দূতাবাস পরিদর্শন করেন মুহিবুর রহমান মানিক এমপি
সেলিম মাহবুব,সিলেট থেকেঃ
সুনামগঞ্জ ৫ ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান
মানিক বাহরাইনে সংক্ষিপ্ত সফর শেষ করে গতকাল সৌদি আরবে চলে গেছেন।
বাহরাইনে অবস্থানকালে মুহিবুর রহমান মানিক এমপি মঙ্গলবার (১০ অক্টোবর) রাত
৯ টায় রামি গ্রান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেছেন।
এই সময় তিনি ছাতক ও দোয়ারাবাজার এলাকার প্রবাসী এবং বাহরাইনে অবস্থানরত
আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন। দুপুরে
বাংলাদেশ দূতাবাস বাহরাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মুহিউদ্দীন কায়েছের
আমন্ত্রণে দূতাবাস পরিদর্শন করেন তিনি। এ সময় দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত
কর্মকর্তারা এমপি মানিকের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। সকালে
বাহরাইনের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে- ঘুরে দেখেন মুহিবুর রহমান মানিক
এমপি। পরে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের অফিস পরিদর্শন করেন
তিনি। বুধবার সকালে বাহরাইন সিফ মলের ভিতরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান
পরিদর্শন করেন তিনি। ব্যবসায়ী তাজ উদ্দিন সিকান্দারের বাসায় দুপুরের খাবার
খেয়ে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে বিকেলে সৌদি আরবের উদ্দেশ্যে
বাহরাইন ত্যাগ করেছেন এমপি মানিক। তাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাজ উদ্দিন
সিকান্দারের আমন্ত্রণে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বাহরাইন সফর করেন। এ
সময় এমপির সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মুহিবুল ইসলাম
ও লাল মিয়া।