রাজধানীর তুরাগ হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১ 71 0
রাজধানীর তুরাগ হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১
২৬ মার্চ ২০২৩ ইং তারিখ ১৭৩৫ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দায়রা মামলা নং- ১৭১/২০১৮, স্মারক নং ২৬, তারিখ ২৪/০১/২০২৩, ধারা- দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের সশ্রম কারাদন্ড এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন ধওড় এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহিনুর রহমান (৪৪),পিতা- ছলেমান, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।