Khoborerchokh logo

গাইবান্ধায় বিএনপির ৫ নেতাকর্মী আটক 164 0

Khoborerchokh logo

গাইবান্ধায় বিএনপির ৫ নেতাকর্মী আটক

আনোয়ার হোসেন রানা গাইবান্ধা থেকেঃ


গাইবান্ধায় হরতালের সমর্থনে পিকেটিংকালে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে শহরের পৌরপার্কের সামনে থেকে তাদের আটক করা হয়। 
আটককৃতরা হলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক খোকা, শহর বিএনপির নেতা ছাত্তার ও হিল্লোল।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে পৌরপার্কের সামনের সড়কে পিকেটিংকালে তাদের আটক করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com