Khoborerchokh logo

গাইবান্ধায় আইন শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সমাবেশ 32 0

Khoborerchokh logo

গাইবান্ধায় আইন শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সমাবেশ

তানিন আফরিন,গাইবান্ধা থেকে :
আইন শৃঙ্খলা রড়্গায় গাইবান্ধায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের অবস'ান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।


জেলা বিএনপির সহ-সভাপতি মোর্শেদ হাবীব সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, বিএনপি কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা ছাত্রদলের খন্দকার জাকারিয়া আলম জিম, আল আমিন, ইমাম হাসান আলাল, ওয়ালিদ শাকিল, সুজন পাটোয়ারী, আশরাদ আইয়ুব জাহিদ প্রমুখ। এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয়ে সমাবেশে অংশ নেয়। শেষে জেলা যুবদলের উদ্যোগে একটি বিড়্গোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ করে। 
বক্তারা যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে জেলার আইন শৃঙ্খলা পরিসি'তি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com