পীরগঞ্জে সাধক কবি হয়াত মামুদ (রঃ) এর মৃত্যুবার্ষিকী পালিত 74 0
পীরগঞ্জে সাধক কবি হয়াত মামুদ (রঃ) এর মৃত্যুবার্ষিকী পালিত
মোস্তফা মিয়া পীরগঞ্জ,রংপুর থেকে :
রংপুরের পীরগঞ্জে প্রতি বছরের ন্যায় মধ্যযুগের সাধক কবি কাজী হেয়াত মামুদ (রঃ) এর ৮৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কবির সমাধীস্থল ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠান শেষে ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়ের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেক সরকার, চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্, কবি পরিবারের পক্ষে কাজী সাদিয়া আফরিন এ্যানি,রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক বাংলা বিভাগের অধ্যাপক শাহ্ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমীন রাজা,প্রমূখ। আলোচনা শেষে হামদ-নাত, গজল ও ইসলামী সংগীতে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।