Khoborerchokh logo

ঢাকা শহরে মাদকবিরোধী অভিযানে ৫১জন গ্রেপ্তার 107 0

Khoborerchokh logo

ঢাকা শহরে মাদকবিরোধী অভিযানে ৫১জন গ্রেপ্তার

রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গত বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থাকা ৫ হাজার ৭৯১ পিস ইয়াবা, ৩০ কেজি ৭২৫ গ্রাম (৪০ পুরিয়া) গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
দুই হাজার ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার: রাজধানীর মিরপুর পল্লবীতে দুই হাজার পিস ইয়াবাসহ জানে আলম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে পল্লবী থানার বাউনিয়াবাঁধ এলাকায় অভিযান চালিয়ে আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি ইয়াবা বিক্রির জন্য লালমাটিয়া মহিলা মাদ্রাসা রোডে অবস্থান করছিলেন। তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আলম কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে ডিবি মিরপুর বিভাগ জানিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com