Khoborerchokh logo

খবরের সময় ডট কম এর ব্যবস্থাপনা সম্পাদক মনিরুজ্জামান কামাল আর নেই 200 0

Khoborerchokh logo

খবরের সময় ডট কম এর ব্যবস্থাপনা সম্পাদক মনিরুজ্জামান কামাল আর নেই

আলমগীর কবীরঃ

খবরের সময় ডট কম (অনলাইন) নিউজ পোর্টাল এর ব্যবস্থাপনা সম্পাদক মো. মনিরুজ্জামান কামাল গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


উল্লেখ্য গত বৃহস্পতিবার ১২ অক্টোবর২০২৩ ইং তারিখে ব্রেন স্টোক জনিত কারণে রাত ১১.০০টার দিকে হটাৎ অস্বস্তি বোধ করেন। তাৎক্ষণিকভাবে নগরীর তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বলেন,রোগীর অবস্থা খুব ভাল নেই। যতদ্রুত সম্ভব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যান। নিউরোসায়েন্স হাসপাতালে আই সি ইউ তে নিবির পরিচর্যায় থাকাবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,কলেজ পড়ুয়া এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী  রেখে যান। জনাব মনিরুজ্জামান কামালের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের সাথে খবরের সময় ডট কম পরিবার সমবেদনা জানান। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com