Khoborerchokh logo

গাজীপুরের খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 138 0

Khoborerchokh logo

গাজীপুরের খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আলমগীর কবীর:
গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের ডগরী এলাকায় সরকারী খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন । ৫ডিসেম্বর২০২১ইং রবিবার সকালে উদ্ধার অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম।
সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান বলেন,ডগরী এলাকায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৫৮ শতাংশ সরকারি জমি রয়েছে। ওই জমি দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী মহলের দখল ছিল।
 জেলা প্রসাশনের কার্যালয় থেকে বার বার নোটিশ পাঠানো হলেও তারা সেটি আমলে নেয়নি।অবশেষে জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানান তিনি।
এস এম মান্নান জানান,ওই জমিতে সমাজের হতদরিদ্র ও ভূমিহীনদের বসবাসের জন্য মুজিববর্ষে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় ঘর নির্মাণ করা হবে।
অভিযানের সময় মির্জাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান ছাড়াও জয়দেবপুর থানার এসআই মাজহারুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com