ছবি:ছাত্র জনতার মিছিল সংহতি সমাবেশ
তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
সারাদেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শনিবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং ট্রাফিক মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গাইবান্ধা নিপীড়নবিরোধী নাগরিক সমাজ এই সংহতি সমাবেশের আয়োজন করে। গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবিসহ সব শ্রেণির মানুষরা অংশ নেয়।
সংহতি সমাবেশ চলাকালে বক্তব্য দেন শিক্ষাবিদ, মাজহার-উল-মান্নান, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অধ্যাপক রোকেয়া খাতুন, প্রভাষক মোস্তাফিজুর রহমান মুকুল, প্রভাষক আব্দুর রাজ্জাক, অ্যাড. নওশাদুজ্জামান নওশাদ, অভিভাবক গোলাম রব্বানী, জাহাঙ্গীর কবির তনু, মনজুর আলম মিঠু, গোলাম রব্বানী মুসা, শিক্ষার্থী মৃত্তিকা, অ্যাড. আফজাল হোসেন সিরাজ, অভিভাবক বিজলী বেগম, ফারিয়া খাতুন, শিক্ষার্থী স্বস্তি, সামিউল আহমেদ, রুনা আকতার প্রমুখ।
এছাড়া ছাত্র-জনা হত্যার বিচার, রাজপথ থেকে বিভিন্ন বাহিনী প্রত্যাহার করে সভা সমাবেশের অধিকার নিশ্চিত করা, হত্যাযজ্ঞের দায় ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে সিপিবি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল সিপিবি কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।