Khoborerchokh logo

পীরগঞ্জে বাল্যবিবাহ কে না বললেন ৩ টি প্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থী 254 0

Khoborerchokh logo

পীরগঞ্জে বাল্যবিবাহ কে না বললেন ৩ টি প্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থী


মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে :
সোমবার(৫সেপ্টেম্বর)২০২২ইং সকালে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মাদক,বাল্যবিবাহ,স্মার্ট ফোন আসক্তি কে না বলে শপথ নিয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথ নেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করনে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আউয়াল।  
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা  পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব নজরুল ইসলাম তুহিন ।


এবং লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি ও কাউন্সিলর জনাব সাইফুল আজাদ মন্ডল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খয়বার। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষাকা মন্ডলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের পীরগঞ্জ উপজেলা  শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান,নারী সম্পাদিকা মুন্নি সাধারণ সদস্য নাইম,রিদয়,সজিব,রাকিব,শুভ,রিদয় প্রমুখ।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com