সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে 102 0
সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে
তানিন আফরিন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রীমতি নুপুর রানী (২৩)
নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে শ্রী নয়ন চন্দ্র (৩৫) নামে এক
ব্যক্তির বিরুদ্ধে। গত বুধবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর
(প্ররামানিকেরটারী) এলাকায় এই ঘটনা ঘটে। আহত শ্রীমতি নুপুর রানী ওই এলাকার
মৃত রমানথ চন্দ্র প্রামানিকের মেয়ে। তিনি বর্তমানে গাইবান্ধা জেনারেল
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শ্রীমতি নুপুর রানী ৪ জনের
নাম অন্তর্ভুক্ত করে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে
একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, শ্রী নয়ন
চন্দ্র ও তার পরিবারের সাথে শ্রীমতি নুপুর রানীর পরিবারের দীর্ঘ দিন ধরে
মনোমালিন্য চলে আসছিল। তাদের সকলের টাকায় দুর্গা পুজোর জন্য তৈজসপত্র কেনা
হয়। সদ্য দুুর্গা পুজা শেষে ব্যবহারিত তৈজসপত্র পত্র গুলো শ্রীমতি নুপুর
রানীর কাকা ও তাদের বাসার কাজের লোক শ্রী নয়ন চন্দ্রের বাসায় রাখলে নয়ন
গালিগালাজ করিতে থাকে। একপর্যায়ে নয়ন ক্ষীপ্ত হয়ে নুপুর রানীর ওপর হামলা
চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। শ্রীমতি নুপুর
রানী আহত হলে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে
শ্রীমতি নুপুর রানীর ভাই শ্রী মানিক চন্দ্র বাড়িতে এসে প্রতিপক্ষের কাছে
বিষয়টি জানতে চাইলে তাহারা তাকেও মারপিট করে এবং মানিক চন্দ্রের বাড়ীর তে
ঢুকে ভাংচুর চালায় এবং নানা রকম হুমকি দেয়।