Khoborerchokh logo

সাঘাটায় চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন 76 0

Khoborerchokh logo

সাঘাটায় চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন


তানিন আফরিন,গাইবান্ধা থেকে: 
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাঘাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রক্ত পিপাসু,সন্রাসের গডফাদার,বালু খেকো,ভুমিদস্যু,টেন্ডার চাঁদাবাজ, দুনীতি বাজ মোশাররফ হোসেন সুইটের অপসারণ ও গ্রেফতারের দাবীতে ২২ আগস্ট সকালে সাঘাটা থানার সামানে  মানব বন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী ।



মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যরা বলেন প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা ভোগীদের নাম তালিকায় থাকলেও চেয়ারম্যান নিজের লোকজনের মোবাইলে নম্বরে কৌশলে টাকা নিয়ে নেয় বলে বক্তারা তাদের বক্তব্যে বলেন। 
এ সময় বক্তব্য রাখেন সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ রউফ মিয়া,বর্তমান ৯ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য গোলাম হোসেন,সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম বাবু,ইদ্রিস আলী ডান্ডু,ঠিকাদার আলমগীর হোসেন,মহিলাদের পক্ষে গীতারানী,মোরশেদা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com