আগামী ৭ অক্টোবর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত 143 0
আগামী ৭ অক্টোবর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত
আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আগামী ৭ অক্টোবর শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কামাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাদুল্লাপুর, পলাশবাড়ী, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পৌরসভার ৮ টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, গাইবান্ধা সদর ও ফুলছড়ি খেলায় অংশ গ্রহণ করবেন।