পীরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 171 0
পীরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
পীরগঞ্জ(রংপুর) থেকে:
জ্বালানী ও ভোজ্য তেল,সার,চাল সহ পরবিহন খাতে মুল্য বৃদ্ধি ও বিএনপি‘র
সমাবশেে হামলার প্রতবিাদে সারা দেশব্যাপী বাংলাদশে জাতীয়তাবাদী দল
(বিএনপি‘র) চলমান আন্দোলনরে র্কমসুচীর অংশ হসিবেে রংপুররে পীরগঞ্জে
বিএনপি‘র বিক্ষোভ সমাবশে অনুষ্ঠতি হয়ছেে ।
রোববার (১৮ সপ্টেম্বের) পীরগঞ্জ উপজলো বিএনপি‘র দলীয় র্কাযালয় চত্তরে
রংপুর জলো বএিনপ’ির সদস্য মাহমুদ উননবী পলাশ এর সভাপতত্বিে অনুষ্ঠতি
সমাবশেে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে রংপুর জলো বিএনপি‘র আহবায়ক
সাইফুল ইসলাম,উপজলো বিএনপি‘র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ন
সাধারন সম্পাদক শাহীনুজ্জামান শাহীন,সাংগাঠনকি সম্পাদক পৌ কমশিনার
সাইফুল আজাদ,সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসনে, উপজলোএ স্বেচ্ছাসেবেক দলের সভাপতি মনোয়ার হোসেন মনু, যুবদলরে আহবায়ক আনিছার
রহমান আনিছ, ছাত্রদলরে আহবায়ক মোস্তাফাজির রহমান মিলুসহ
ইউনিয়ন বিএনপি‘র সভাপতি ও সম্পাদক প্রমুখ ।
এদকিে এ বিক্ষোভ সমাবেশ উপলক্ষে দুপুরের পরপরেই বিভিন্ন ইউনয়িন থেকে দলীয়
নেতাকর্মীরা দলীয় কার্যালয় চত্তরে জমা হয়ে এ বিক্ষোভ সমাবেশ করে ।
সভায় বক্তারা দ্রব্য মুল্যরে র্উধগতি ও বিদ্যুৎ এর অব্যহত লোড শেডিং এ
উদ্বেগ প্রকাশ করে বলনে এ সরকার দেশ পরচিালনায় র্ব্যথ । তারা ক্ষমতায়
টিকে থাকতে বিরোধী মতের নেতাকর্মীদের হত্যা ও মামলা দিয়ে ক্ষমতাকে
কুক্ষিগত করার চষ্টো করছেন । তাই আগামী নির্বাচনে তত্বাবধায়ক সরকারের
অধীনে করার দাবীতে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য দলীয় নেতা র্কমীদরে
আহবান জানান ।