Khoborerchokh logo

গাইবান্ধায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযানে নকল কীটনাশক উদ্ধার 165 0

Khoborerchokh logo

গাইবান্ধায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযানে নকল কীটনাশক উদ্ধার

তানিন আফরিন,গাইবান্ধা থেকে: 
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ভোক্তা অধিকার বুধবার বিকেলে পুরাতন জেলখানা মোড়ে বর্ণা কৃষি বিতানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় শহরের খাঁ পাড়াস্থ বর্ণা কৃষি বিতানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিজেন্টাসহ অন্যান্য কোম্পানীর নকল কীটনাশক দ্রব্যাদি উদ্ধার করে তা জব্দ করা হয়। পরে জব্দকৃত নকল কীটনাশকগুলো আগুনে পুড়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার গাইবান্ধার সহকারি পরিচালক আফসানা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেনসহ সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা। জব্দকৃত কীটনাশকের বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা। 

এব্যাপারে ভোক্তা অধিকার গাইবান্ধার সহকারি পরিচালক আফসানা পারভীন জানান, বর্ণা কৃষি বিতানে নকল কীটনাশক পাওয়ার কারণে দোকান মালিক তারিফুল ইসলামকে তাৎড়্গনিক ভ্রাম্যমান আদালতের তিন মাসের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা দেয়া হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com