Khoborerchokh logo

নৌকায় সীল মারলেই কেন্দ্রে ঢুকাতে নির্দেশ চেয়ারম্যান প্রাথীর 115 0

Khoborerchokh logo

নৌকায় সীল মারলেই কেন্দ্রে ঢুকাতে নির্দেশ চেয়ারম্যান প্রাথীর

 রাজশাহী পুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন যেনো কোথাও ভোটের প্রচারণা চালাতে না পাড়ে তা দলীয় নেতাকর্মীদের দেখতে নির্দেশ দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রাথী ও বানেশ্বর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, নৌকা ছাড়া যদি কেউ প্রচারনা বা ভোট না চায় তাহলে তাদের একটা তালিকা তৈরি করতেও নির্দেশ দেন। আর ভোটের দিন প্রকাশ্যে যারা নৌকায় সীল মারবেন কেবল তাদেরকেই কেন্দ্রে ঢুকাতে নির্দেশ দেন দলের নেতাকর্মীদের।
তিনি বলেন, যারা নৌকায় ভোট দেবেন না আর স্বতস্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবেন তাদেরকে ভোটের পর তালিকানুসারে ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেয়া হয়।

এদিকে আ'লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর হুমকিমূলক এই ভিডিও শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক মাধ্যম ফেসবুক ও মুঠোফোনের ম্যাসেন্জারে ছড়িয়ে পড়েছে। সেই সাথে এলাকাজুড়ে চলছে ব্যাপক সমালোচনাও। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় এমনই বক্তব্য দেন আ'লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ।
এদিকে ইউনিয়নের একজন স্বতন্ত্র প্রার্থী বলেন, সরকার দলীয় প্রার্থী সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছেন। তিনি ও তার নেতাকর্মীরা ভোটারদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। সেইসাথে প্রতিদিন সন্ধ্যা হলে তার লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়য়ে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছেন। এসব ঘটনার পর সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রার্থী ও ভোটাদের মনে সন্দেহ দেখা দিয়েছে।
নাম প্রকাশ না ককরা শর্তে এলাকার সাধারণ ভোটাররা বলছেন, ভোটের দিনক্ষন যত এগিয়ে আসছে, তাতে নির্বাচনের মাঠ বেসামাল হয়ে উঠছে। তবে সুষ্ঠু পরিবেশ না থাকলে অধিকাংশ ভোটাগণ কেন্দ্র গুলোতে যাবেন কিনা তা নিয়ে আশঙ্কা আছে। ভোটাররা বলছেন, পছন্দের ও যোগ্যপ্রাথীদের ভোট দেয়া সকল নাগরিকের অধিকার কিন্তু বর্তমান মাঠের পরিস্থিতি খুবই উত্তেজনা মুলক।
এ বিষয়ে বানেশ্বর ইউনিয়নের আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন,আমার বিরুদ্ধে কিছু লোক মিথ্যা প্রচারণা করছেন। বিষয় গুলো আমরা নজরদারিতে রেখেছি। তবে নির্বাচনের পরে মিথ্যা প্রচারণার বিষয়গুলো দেখা হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com