Khoborerchokh logo

গাজীপুরে প্রকাশিত খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন 384 0

Khoborerchokh logo

গাজীপুরে প্রকাশিত খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলমগীর কবীর,গাজীপুর থেকে:
শনিবার ১৬ এপ্রিল ২০২২ইং নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন,গাজীপুর মহানগরের ৩৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো: দেলোয়ার হোসেন,সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথমত জাতির শ্রেষ্ঠ সন্তান,বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের একমাত্র ছেলে আমি । জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সুনামের সহিত রাজনীতি করি । আমার জনপ্রিয়তা ও দূর্বারগতিতে এগিয়ে যাওয়ার প্রত‌্যয়কে বাধাগ্রস্থ,প্রশ্নবিদ্ধ করার জন‌্য কে বা কারা ? আমার বিরুদ্ধে মিথ‌্যা ভিত্তিহীন,বানোয়াট ভূলভাল তথ‌্য দিয়ে গণমাধ‌্যমকর্মীকে বিভ্রান্ত করেছে ।


গত শুক্রবার দিবাগত রাতে দৈনিক নয়া দিগন্তের অনলাইন ভার্সনে এবং ১৬ এপ্রিল ২০২২ইং প্রিন্ট ভার্সনে প্রকাশিত ২য় পৃষ্ঠার ৬ ও ৭ কলামে “গাজীপুরে চাঁদাবাজদের কাছে জিম্মি অসহায় রিকশাচালকরা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে । সংবাদটি সম্পূর্ন মিথ‌্যা বানোয়াট,যা অত‌্যন্ত দু:খজনক,উল্লেখিত সংবাদে চাচাতো ভাই আরিফুল হক রকিসহ আমার নাম আসায় আমরা বিব্রতবোধ করছি । উল্লেখিত সংবাদে আমাদের কোন রকম সম্পৃক্ততা নেই । প্রকাশিত সংবাদটিতে আমাদের নাম আসায় আপনাদের মাধ‌্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি । পাশাপাশি আগামীতে এহেন মিথ‌্যা সংবাদ প্রকাশিত হলে সংবাদ দাতার বিরোদ্ধে দেশে প্রচলিত আইনে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করিতে বাধ‌্য থাকিবো ।


দেলোয়ার হোসেন আরও জানান,গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের পরিচ্ছন্ন রাজনীতিতে ওয়ার্ড পর্যায়ের নেতৃত্বে অনেকের চেয়ে এগিয়ে থাকার কারনে এবং নিরহংকার চলাফেরার কারনে আমার বিরোদ্ধে অপ-প্রচার ছড়ানোর ব‌্যর্থ চেষ্টায় লিপ্ত থাকতে পারেন অনেকেই । বিনয়ের সঙ্গে বলতে চাই,ঐ সমস্ত মিথ‌্যা তথ‌্য প্রদানকারীদের থেকে দুরত্ব বজায় রাখুন । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন‌্যা মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শীতা,উন্নয়ন কে প্রশ্নবিদ্ধ করতে কেউ কেউ আমাদের বিরুদ্ধে অপ-প্রচার চালাতে পারে । অপ-প্রচারকারীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহবান জানাচ্ছি ।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com