Khoborerchokh logo

পটুয়াখালী জেলার দক্ষ ওসির পুরস্কার পেলেন গলাচিপার শোনিত কুমার গায়েণ 292 0

Khoborerchokh logo

পটুয়াখালী-জেলার-দক্ষ-ওসির-পুরস্কার-পেলেন-গলাচিপার-শোনিত-কুমার-গায়েণ

দুমকি-পটুয়াখালী থেকে জাকির হোসেন
পটুয়াখালীর গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ জেলার দক্ষ ওসির পুরস্কার পেয়েছেন। মামলা তামিলে বিশেষ অবদান রাখায় রবিবার (২৪ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ পুরষ্কার পেয়েছেন তিনি। অপরাধ নিরোধ, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ আবদান রাখায় পটুয়াখালী জেলা পুলিশের অপরাধ সভায় মাননীয় আইজিপি কর্তৃক বিশেষ পুরষ্কার লাভ করেন।

গলাচিপা থানায় যোগদানের পর থেকে তিনি তার মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদান রাখেন। যার ফলে তার ও পুরষ্কার। তিনি গলাচিপাকে মাদকমুক্ত থানায় পরিনত করায় বদ্ধ পরিকর। তাছাড়া যৌতুক নিরোধ, বাল্য বিবাহ বন্ধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধে দিনভর কাজ করে যাচ্ছেন। তার এ স্বীকৃতির (পুরষ্কার) জন্য তাকে গলাচিপা উপজেলা পর্যায়ের সাধারণ মানুষ সহ, গলাচিপা কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সাহা, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়,।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com