Khoborerchokh logo

গাজীপুরের কালিয়াকৈরে কৌশলে পোশাক শ্রমিকদের বরখাস্তের অভিযোগ 274 0

Khoborerchokh logo

গাজীপুরের কালিয়াকৈরে কৌশলে পোশাক শ্রমিকদের বরখাস্তের অভিযোগ


বিল্লাল হোসেন সাজু,গাজীপুর :
গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৭০ জন পোশাক শ্রমিকদের ৭ দিনের সাময়িক বরখাস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে এমন অভিযোগ করেছেন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় লিংক টেক্স স্পোর্টসওয়ার লিমিটেড পোশাক কারখানায়।

১৩ সেপ্টেম্বর২০২২ইং মঙ্গলবার সকালে পোশাক কারখানায় গেটে শ্রমিকের প্রবেশকালে নিরাপত্তাকর্মীরা বাঁধা প্রদান করে এবং শ্রমিকদের একাংশকে কারখানা ক্যান্টিনে আটকে রাখে বলেও অভিযোগ করেছেন শ্রমিকেরা।
শ্রমিকেরা জানান,শিল্প পুলিশের সহযোগিতায় শ্রমিকদের কারখানা থেকে অবমুক্ত করা হয়। শ্রমিকরা আরো জানান, তাদের সাপ্তাহিক ছুটি প্রদান করা হয় না। এমনকি অতিরিক্ত কর্ম মজুরী প্রদান করা হয় না।

অসুস্থ হলে ও কোন ছুটি পায়না শ্রমিকেরা। অসুস্থ্য হয়ে কাজে এসে ছুটি চাইলেও অনুপস্থিত দেখানো হয়। আর সে কারণে মাসিক পাওনা বেতন আটকিয়ে রাখা হয়। যার ফলে শ্রমিকরা প্রতিষ্ঠানের প্রতি দাবি জানায়,তাদের অনুপস্থিতি দিনের কারণে পুরো মাসের বেতন আটকিয়ে না রাখার জন্য। শ্রমিকদের দাবি প্রকাশ করায় তাদের কে ১ সপ্তাহের সাময়িক বরখাস্ত দেখিয়ে কৌশলে বের করে দেয়া হয়েছে।

এবিষয়ে লিংক টেক্স স্পোর্টসওয়ার লিমিটেডের গেটে গিয়ে প্রশাসনিক কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা ও টাইম কিপার মুঠোফোনে জানায়,প্রতিষ্ঠানে কেউ নেই সবাই হেড অফিসে চলে গেছে। প্রতিষ্ঠানের ভেতরে অবস্থানরত শিল্প পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারাও যোগাযোগ করেননি।

পরক্ষণেই ওই প্রতিষ্ঠানে শিল্পপুলিশের উর্দ্ধতন কর্মকর্তা প্রবেশ করেন। নিরাপত্তার্মীর কাছে ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করাতে বললে নিরাপত্তারক্ষীরা আপত্তি জানিয়ে বিদায় করে দেয়,এটা তাদের কাজ নয় বলে। এদিকে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মুক্তারুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি ।

অপরদিকে,উপস্থিত শিল্প পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান,শ্রমিক বান্ধব পরিবেশ বজায় রাখতে আমরা সবসময় প্রস্তুত । কোন প্রতিষ্ঠানে শ্রমিক আন্দোলন হউক সেটা আমাদের প্রত্যাশা নয় । যাতে করে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার উদ্ভোব না হয়,উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে আমরা সেই দায়িত্ব পালন করি ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com