Khoborerchokh logo

গাইবান্ধায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা 147 0

Khoborerchokh logo

গাইবান্ধায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার জেলার ৫ টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা তারা হলেন
  • গাইবান্ধা- ১ সুন্দরগঞ্জ আসনে আফরোজা বারী।
  •  গাইবান্ধা-২ সদর আসনে, মাহাবুব আরা বেগম গিনি। 
  •  গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনে উম্মে কুলসুম স্মৃতি। 
  •  গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আবুল কালাম আজাদ। 
  •  গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনে মাহামুদ হাসান রিপন
কে মনোনীত করা হয়েছে বলে প্রার্থীদের সুত্রে জানান গেছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com