আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকে:
গাইবান্ধায় তেলবাহী লড়ী নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে--পথচারী ১ যুবক নিহতআনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকে : গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেল বাহী একটি লড়ী নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় মাসুদ মিয়া (৩৫) নামের এক পথচারী যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৩ মে) ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী সেতুতে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,বগুড়া থেকে আসা তেলবাহী একটি লড়ী রংপুরের দিকে যাচ্ছিল। ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটাখালি সেতুর ওপর লড়ীটি পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পথচারী মাসুদ মিয়া কে চাপা দিয়ে কাটাখালী নদীতে পড়ে যায়। স্থানীয়রা মাসুদ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে লড়ী টি উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন,বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লরড়ীটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে গিয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার বলেন, রংপুর থেকে উদ্ধারকারী দল এসে লড়ীটি উদ্ধার করে এটি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্হা নয়া হবে বলে পুলিশ সুত্রে জানায়।