ছাতকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে 109 0
ছাতকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সেলিম মাহবুব,সুনামগঞ্জ থেকেঃ
চলতি রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা
কর্মসূচীর আওতায় ছাতকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে
হাইব্রিড ধানবীজ বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী
কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি
কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের উপস্থিতিতে হাইব্রিড ধানবীজ বিতরণ আনুষ্ঠানিক
উদ্বোধন করেন তিনি। একই সাথে বিনামুল্যে বুরো উফশী ধান ও রাসায়নিক সার
বিতরণ কার্যক্রমও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি
কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,
উপসহকারী কৃষি কর্মকর্তা সোয়েব মাহমুদ, এনামুর রহমান পারভেজ, আলাউদ্দিন,
মোজাম্মেল হকসহ সুবিধাভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।