Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে পরিস্কার পরিচ্ছন্নতা প্রচার অভিযান 253 0

Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে পরিস্কার পরিচ্ছন্নতা প্রচার অভিযান

শেখ রাজীব হাসান.টঙ্গী-গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে২০২২ইং বৃহস্পতিবার দিনব্যাপী গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন টঙ্গীর এরশাদনগর এলাকায় স্বাস্থ্য সম্মত নগরী গঠনের লক্ষে আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (টঙ্গী আরবান প্রোগ্রাম),গাজীপুর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর যৌথ উদ্যোগে পরিস্কার পরি”ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমদ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানটির শুভ উদ্বোধন করেন। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন,জনি রোজারিও,টেকনিক্যাল কো-অর্ডিনেটর,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,মোঃ গোলাম মোস্তফা,প্রজেক্ট অফিসার,রেড ক্রিসেন্ট সোসাইটি;কমান্ডার মোঃ নজরুল ইসলাম,বিশিষ্ট মুক্তিযোদ্ধা এরশাদগর;মোঃ ইউসুফ আলী খান,সেন্টার ম্যানেজার,টিডিএইচ; টঙ্গী আরবান প্রোগ্রাম,ওর্য়ার্ল্ড ভিশন বাংলাদেশ থেকে আরোও উপস্থিত ছিলেন-মি.লরেন্স ফলিয়া,মোঃ জসিম উদ্দিন,মি.বনি হালদার,কামনাষিস নকরেক, শ্রাবন্তী বিশ্বাস এবং রিপা চাকমা। 
টঙ্গী এরশাদ নগর এলাকাটি ঘন বসতিপূর্ণএখানে নিন্ম আয়ের মানুষ কষ্টের সহিত বসবাস করে। বর্ষা মৌসুমে এখানে প্রায়ই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ড্রেইনের ময়লা ঘরে ও রাস্তায় চলে আসে যা শিশুদের স্বাস্থের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে।
আসন্ন বর্ষা মৌসুমের আগাম প্রস্তুতি হিসাবে এলাকার জনগনকে সচেতন করার লক্ষে,তাদের স্বতস্পুত অংশগ্রহনের মধ্য দিয়ে এলাকার ৮টি ব্লকে মোট ২৪টি রাস্তা ও ড্রেইন থেকে ময়লা পরিস্কার করা হয়। স্থানীয় কাউন্সিলার,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এনজিও প্রতিনিধিগণ এক সাথে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটি তদারকি করে কাজের গুনগত মান বিবেচনাপুর্বক ব্লক ভিত্তিক তিনটি টিমকে যথাক্রমে ১ম,২য় এবং ৩য় নির্বাচন করেন ও পুরস্কার প্রদান করেন। উক্ত কার্যক্রমকে সাধারন এলাকাবাসিগণ অত্যন্ত সাধুবাদ জানান।
৪৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ফারুক আহমদ বলেন,এখন থেকে প্রতি মাসে ৪৯ নং ওয়ার্ড এর জনগন ও প্রতিবেশী উন্নয়ন কমিটির সদস্যদের নিয়ে এলাকা নিয়মিত পরিস্কার করবো। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com