আলমগীর কবীর:
“সনাতন সংগঠন”চট্টগ্রাম মহনগরের সাংগঠনিক কর্মদক্ষতার উত্তর উত্তর বৃদ্ধি,পরিচ্ছন্ন পরিকল্পনা মাফিক কাজের স্বীকৃতি স্বরুপ গত ২ এপ্রিল জেএমসেন হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নটো কিশোর আদিত্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন সংগঠনের নেতৃবৃন্দ ।
সর্বস্তরের উন্নয়ন শ্রেষ্ঠ হবে সনাতন” শ্লোগানে এক সাংগঠনিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের নবীন প্রবীনদের উপস্থিতিতে নব-নিযুক্ত মহানগর,যুব ফোরাম তথা ছাত্র ফোরামের পরিচিতি পর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সমাবেশ কে মনোমুগ্ধকর করে। সভায় সংগঠনের বক্তারা সনাতনী সমাজের স্বার্থ রক্ষা ও উন্নয়নে ২০০৭ সাল থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন। সনাতন সংগঠন চট্টগ্রাম মহানগর সভাপতি শ্রী বিশ্বজিত সরকার কো-অর্ডিনেটর ডাঃ সন্তশ কুমার দে ও সাধারণ সম্পাদক শ্রী কাঞ্চন আচার্য্য সহ প্রমূখ বক্তব্য রাখেন। সংগঠন শহীদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্য এর স্বাধীনতা যুদ্ধে অন্যন্য অসাধারণ অবদান এবং বিরত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে তারই সুযোগ্য সন্তান সনাতন সমাজের উন্নয়নের অন্যতম কান্ডারী,প্রিন্ট মিডিয়ার গতানুগতিক ধারাকে পরিবর্তন করে,প্রযুক্তির উৎকর্ষতায় বহুল প্রচারিত দৈনিক প্রথমকথার সম্পাদক নটো কিশোর আদিত্যের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী ও সংগঠনের নেতৃবৃন্দরা। বীর মুক্তিযোদ্ধা হিসাবর সন্মাননা স্বরক পান শ্রী তপুব্রত ভট্টাচার্য্য বীর মুক্তিযোদ্ধা,উপদেষ্টা,সনাতন সংগঠন,এছাড়াও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ চট্রগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
সনাতন সংগঠনের চট্টগ্রাম মহানগর সাংগঠনিক মিলনমেলায় ঢাকা ইউনিটের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী দেবব্রত চক্রবর্তী মার্গ মণ্ডলীর সদস্য ও প্রধান সমন্বয়কারী,সনাতন সংগঠন,কেন্দ্রীয় কমিটি,শ্রী বাপ্পাদিত্যবসু সাংগঠনিক ও রাজনৈতিক সমন্বয়কারী,সনাতন সংগঠন,কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,শ্রী সমীরন চক্রবর্তী সমন্বয়কারী,সনাতন সংগঠন,ঢাকা বিভাগীয় কমিটি,ডা: শ্রী সুজিত চক্রবর্তী সদস্য,সনাতন সংগঠন, ঢাকা ইউনিট সদস্য, সনাতন ডক্টরস ফোরাম, শ্রী বাপ্পী কুরি সদস্য,সনাতন সংগঠন,ঢাকা ইউনিট, শ্রী মিঠুন বৈদ্য সদস্য,সনাতন সংগঠন, ঢাকা ইউনিট সদস্য,সনাতন পেশাজীবী ফোরাম সমন্বয় পর্ষদ,শ্রী দীপঙ্কর রায় দীপ্ত সদস্য, সনাতন সংগঠন,ঢাকা ইউনিট সদস্য,সনাতন সাংস্কৃতিক ফোরাম এবং শ্রী সাজু চৌধুরী সদস্য, সনাতন সংগঠন,ঢাকা ইউনিট প্রাক্তন সভাপতি,সনাতন যুব ফোরাম প্রমুখ ।